আনলিমিটেড নিউজ, ঝিনাইদহ প্রতিনিধি :: জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলার উড়াহাটি গ্রামে ঘিরে রাখা বাড়িতে বেশ কিছু বিস্ফোরক পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন জানান, সেখানে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট পাওয়া গেছে বলে। তবে অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি।
শুক্রবার বিকেল পাঁচটার পর কয়েকটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সন্ধ্যায় গ্রামের মোড়ে মোড়ে সোয়াট, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা অবস্থান নেয়। সাদাপোশাকে অনেককে দেখা গেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহ নামে এক ব্যক্তির বাড়িতে জঙ্গি রয়েছে এমন খবরের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে বাড়িটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে ভেতরে কোনো জঙ্গি ছিল না।
Leave a Reply