আনলিমিটেড, নিউজ ডেস্ক :: দেশের ১৫৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ আলী আশরাফ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার সরকার পেয়েছেন দুই হাজার ৬৬৩ ভোট।
হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা কামরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু নাসের দুই হাজার ৫ ভোট।
অন্যদিকে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের একটি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সরকার (নৌকা) ১৫ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা (ধানের শীষ) পেয়েছেন তিন হাজার ৯৮৬ ভোট। এছাড়াও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু তালেব পেয়েছেন দুই হাজার ৪৩৭ ভোট।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তিনি মোট চার হজার ৩৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আকবার আলী পেয়েছেন চার হাজার ৩২৩ ভোট।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল জয়ী হয়েছেন। তিনি আট হাজার ৭৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শামসুল আলম (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ২৭০ ভোট।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মো. ময়ফুল ইসলাম ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী মমতাজুদ্দিন তালা প্রতীকে ভোট পেয়েছেন মাত্র দুটি।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মারিয়া হোসেন রুমা নৌকা প্রতীক নিয়ে তিন হাজার ৩৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে দুই হাজার ৬৬২ ভোট পেয়েছেন।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৩৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি এনায়েত হোসেন খসরু আনারস প্রতীকে পেয়েছেন এক হাজার ২৮৯ ভোট।অপর প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪৮ ভোট।
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উত্তম কুমার মৈত্র (নৌকা) চার হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান রিপন (আনারস) পেয়েছেন চার হাজার ৫৩৩ ভোট।
উপজেলার দেউলবাড়ী-দোবড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. ওয়ালিউল্লাহ (নৌকা) পাঁচ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল ফকির (চশমা) পেয়েছেন চার হাজার ৯৬৮ ভোট ।
উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত মো. হাসনাত ডালিম (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ২৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নান্না মিয়া (আনারস) পেয়েছেন তিন হাজার ৪৬১ ভোট।
খুলনা প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট প্রতাপ কুমার রায় (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন (আনারস) পেয়েছেন ৪ হাজার ৭৪১ ভোট।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহেনারা পারভীন পান্না (নৌকা) বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফেরদৌসি সুলতানা (ধানের শীষ) ৫২৩ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য উপ-নির্বাচনে মাত্র দুই ভোট বেশি পেয়ে মিনা বেগম (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশিদ খান (মোরগ) পেয়েছেন ৪৮১ ভোট। অপর প্রার্থী হান্নান খান ( বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৪০০ ভোট।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ৪ নং নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হোসেন আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ২০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শাহআলম পেয়েছেন এক হাজার ৯৪২ ভোট। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী মো. আনসার আলী সাগর পেয়েছেন এক হাজার ৩৫৪ ভোট।
সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মান্নান মিঞা বিজয়ী হয়েছেন । তিনি চার হাজার ৮১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত বাদল মিয়া তিন হাজার ৪৩৯ ভোট। অন্যদিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী আট হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন মাস্টার পেয়েছেন চার হাজার ১৫৩ ভোট।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মির্জাপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- লতিফপুরে মো. জাকির হোসেন (আ.লীগ), ভাওড়ায় মো. আমজাদ হোসেন (আ.লীগ), আজগানায় রফিকুল ইসলাম সিকদার (আ.লীগ), তরফপুরে সাইদ আনোয়ার (বিএনপি) ও ফতেপুর ইউনিয়নে আ. রউফ মিয়া (স্বতন্ত্র)। এছাড়া বহুরিয়াতে আব্দুস ছামাদ (বিএনপি) এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী মো. সাইদুর রহমান সরদার (নৌকা) চার হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান মজিবর মাদবর (ঘোড়া) পেয়েছেন দুই হাজার ৩০৩ ভোট ।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- পঁচাকোড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মো. নজির হোসেন কালু পাটোয়ারী (নৌকা), ছোটবগী ইউনিয়নে তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাঃ তৌফিকউজ্জামান তনু (নৌকা), বড়বগী ইউনিয়নে মো. আলমগীর মিঞা আলম মুন্সী (নৌকা), নিশানবাড়িয়া ইউনিয়নে দুলাল ফরাজী (নৌকা) এবং কড়ইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন আকন।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে আওয়ালীগ মনোনীত প্রার্থী নুরুল হক (নৌকা) পাঁচ হাজার ৪১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাফিয়া আকতার শীলা (আনারস) পেয়েছেন পাঁচ হাজার ৩৭ ভোট। অপরদিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান (আনারস) ছয় হাজার ৭৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোদাব্বেরুল ইসলাম সাজু (নৌকা) পেয়েছেন পাঁচ হাজার ৭০৭ ভোট।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন ছয় হাজার ৮৫৬ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ পাঁচ হাজার ৪৬ ভোট পেয়েছেন। অপরদিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুকুর (আনারস মার্কা) দুই হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী খায়রুল ইসলাম দুই হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসানুল হক মামুন জানান, ভোট গণনা শেষে বেসরকারিভাবে বেলগাছা ইউনিয়নে আব্দুল মালেক (আওয়ামী লীগ), নোয়ারপাড়া ইউনিয়নে মোস্তফা মওলা (আওয়ামী লীগ), সাপধরী ইউনিয়নে জয়নাল আবেদীন (আওয়ামী লীগ) ও কুলকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান সনেট বিজয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেনাউল ইসলাম (নৌকা প্রতীক) ১০ হাজার ৬০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক সেফাউল ইসলাম মূলক (মোটরসাইকেল প্রতীক) ১০ হাজার ১৩৮ ভোট পেয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী গাজীপুর জেলা যুবলীগের সদস্য লোকমান হোসেন (নৌকা) বিজয়ী হয়েছেন।
Sharing is caring!
Leave a Reply