আনলিমিটেড নিউজ, আদালত প্রতিবেদক :: ঢাকার হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার তদন্তে পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় তাহমিদ হাসিব খান কে খালাস দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এর আদালতে আসামির উপস্থিতিতে এ খালাসের আদেশ দেন। উল্লেখ্য- গত বছরের ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশানের হামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।
এ মামলায় ২০১৬ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম নুর নবী ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম নুর নবী ৫৪ ধারা থেকে তাহমিদকে অব্যাহতি প্রদান করেন। অতঃপর পুলিশ তাহমিদ কে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার ঘটনায় সহায়তা দেওয়ার জন্য নোটিশ দেন। ওই নোটিশর জবাব না দেয়ায় পুলিশ একটি নন প্রসিকিউশন (দ-বিধি ১৭৬ ধারা) মামলা করেন। ২ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে সেনাবাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন।
Leave a Reply