‘দ্রুত খাবার না দেওয়ায়’ রেস্তোঁরায় ওয়েটারকে গুলি করে হত্যা!

প্যারিসের পূর্বাঞ্চলে এক রেস্তোঁরায় একজন খদ্দেরের গুলিতে নিহত হয়েছেন এক ওয়েটার। খবরে বলা হচ্ছে, ওই খদ্দেরের অর্ডার করা স্যান্ডউইচ ওয়েটার যথেষ্ট দ্রুত তৈরি করতে না পারায় খদ্দের কার্যত রেগে গিয়ে তাকে গুলি করেছেন। পুলিশ বলছে, প্যারিসের পূর্ব শহরতলিতে নইসি-লেঘ্রঁ এলাকায় শুক্রবার রাতের এই ঘটনার পর খুনের তদন্ত শুরু করা হয়েছে। সন্দেহভাজন ওই খদ্দের পালিয়ে গেছে …বিস্তারিত