ক্যাসিনোর টাকা দলের পিছনে, সম্পত্তির নেশা সম্রাটের নেই: স্ত্রী শারমিন

আনলিমিটেড নিউজঃঃ যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন জানিয়েছেন, গত ২ বছর ধরে মহাখালীর বাসায় যেত না সম্রাট। এমনকি ক্যাসিনোর টাকা পয়সা পরিবারকেও দিতো না। শারমিন বলেন, ক্যাসিনো চালিয়ে সেই অর্থ দলের পেছনেই খরচ করতেন। এগুলো বাসায় আসতো না। রোববার (৬ অক্টোবর) মহাখালীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। সম্রাটের জুয়ার নেশা …বিস্তারিত