অস্ট্রেলিয়ান ওপেনের অবিসংবাদিত রাজা নোভাক জকোভিচ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নতুন দশক আর বছরেও শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখলেন নোভাক জকোভিচ। ফাইনালে ৩-২ সেটে হারিয়েছেন ডমিনিক থেইমকে। শিরোপা জয়ের পর আবেগঘন বক্তৃতায় সবাইকে প্রিয়জনের পাশে থাকার আহবান জানিয়েছেন। সার্বিয়া এগেইন্সট দ্য ওয়ার্ল্ড। গ্যালারিতে দর্শকের টি শার্টের স্লোগানটাই যেন বিশ্ব টেনিসের বর্তমান চিত্র। সার্বিয়া মানেই নোভাক জকোভিচ। আর জকোভিচ মানেই সাফল্যের মুকুট। শত্রুতো বাকিরা হবেই। …বিস্তারিত